ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবি কর্মচারীর বাড়ি থেকে বোমা উদ্ধার, আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
রাবি কর্মচারীর বাড়ি থেকে বোমা উদ্ধার, আটক ২

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর বাড়ি থেকে ৩টি বোমা ও পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার করেছে ৠাব-৫। 

মঙ্গলবার (০১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী শহরের নতুন বুধপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।  

এর আগে ওই রাবি কর্মচারী ও তার এক সহযোগীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- রাবির স্টুয়ার্ড শাখার কর্মচারী আবু রাজ তুহিন ওরফে সাধু ও রিজু। রিজুর পরিচয় এখনো জানা যায়নি।

ৠাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আবু রাজ তুহিন ওরফে সাধু ও রিজু নামের দুই ব্যক্তিকে নগরীর ভদ্রার মোড় এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের ৠাব-৫ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের দেওয়া তথ্য মতে নগরীর নতুন বুধপাড়া এলাকায় সাধুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘরের ভেতর থেকে ৩টি বোমা, বিস্ফোরক দ্রব্য, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মাহবুবুর রহমান আরো বলেন, এসব বোমা ও বিস্ফোরক কতটা মারাত্মক তা পরীক্ষার পর জানা যাবে। আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে ফের অভিযান চালানো হবে।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ