ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবি ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন কমিটি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
রাবি ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন কমিটি রবিউল সরকার রুবেল ও মামুন অর রশিদ

রাবি: রবিউল সরকার রুবেলকে সভাপতি এবং মামুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) নতুন কমিটি গঠণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) নির্মূল কমিটির চতুর্থ সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয়। ঘাদানিকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল ৭১ সদস্য বিশিষ্ট রাবি শাখার কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি শাহিন রানা, রাশেদ খান, রেজাউল করিম শামীম, সহ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রবী, মুনতাসির এলাহী, সাদ্দাম হোসেন, সালমান কারীম, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সাব্বির আহমেদ, রানা হোসেন, মাসুদ রানা, শামসুন-নাহার দিপা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান সোহেল, প্রচার সম্পাদক ওয়ালিদ বিন খালিদ এবং অর্থ সম্পাদক খাইরুল ইসলাম।

সদ্য বিদায়ী কমিটির সভাপতি মতিউর রহমান মর্তুজার সভাপতিত্বে দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সভাপতি শিক্ষাবিদ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

সম্মেলনে উপস্থিত ছিলেন- নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ও রাবির বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ