ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরে পুড়লো ৫ হাজার মুরগি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
দুর্গাপুরে পুড়লো ৫ হাজার মুরগি

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার সদর পৌরসভার শালঘরিয়া জামতলার একটি পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডে পাঁচ হাজার ২শ ২৫টি মুরগি পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার শালঘরিয়ার জামতলা গ্রামের ব্যবসায়ী বাবুল হোসেনের পোল্ট্রি খামারে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলেও ততক্ষণে খামারের সব মুরগি আগুনে পুড়ে মারা যায়। মালিক জানিয়েছেন তার খামারে পাঁচ হাজার ২শ ২৫টি মুরগি ছিলো।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ