ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

প্রতিপক্ষরা এখনও আমাকে ভয় পায়: গেইল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, মে ২২, ২০১৯
প্রতিপক্ষরা এখনও আমাকে ভয় পায়: গেইল ছবি:সংগৃহীত

ক্রিকেট বিশ্বের বড় বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। তিনি মাঠে যেমন দর্শকদের আনন্দ দেন, তেমনি পারফরম্যান্স করেও নিজ দলকে উপকৃত করেন। যদিও অনেকের ধারণা গেইলের সেই আগের ধার আর নেই। তবে সবাইকে সাবধান করে ওয়েস্ট ইন্ডিজের তারকা এ ব্যাটসম্যান জানালেন, প্রতিপক্ষরা আমাকে এখনও ভয় পায়। তবে এখনকার তরুণদের বিপক্ষে খেলাটাও সহজ নয় বলে জানিয়ে দিলেন তিনি।

৩৯ বছর বয়সী গেইল এবার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। যেখানে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার।

এই বিশ্বকাপে সবচেয়ে বয়সী ক্রিকেটারদের একজন তিনি। এছাড়া বিশ্বকাপ খেলার দিক থেকে সবচেয়ে অভিজ্ঞ এই ক্যারিবিয়ান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের আন-অফিসিয়াল ম্যাচের আগে গেইল বলেন, ‘তরুণদের কথা আমার মাথায় আছে। তবে একটা সময়ের মতো এটা এখন আর সহজ না। আমি আরও দ্রুত ছিলাম। তবে তারা সতর্ক। তারা জানে ‘ইউনিভার্স বস’ কি করেত পারে। আমি নিশ্চিত এটা তারা তাদের মাথায় রাখবে। তারা সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যানকে এবার দেখতে যাচ্ছে। ’

বাঁহাতি তারকা আরও বলেন, ‘তাদের ক্যামেরায় জিজ্ঞেস করুন। তারা বলবে, তারা ভয় পায় না। তবে আপনি তাদের কাছে ক্যামেরার পেছনে জানতে চান, তারা বলবে, হ্যাঁ এই সেই ব্যক্তি। কিন্তু আমি এটা উপভোগ করি। আমি সবসময়ই ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাট করাটা পছন্দ করি। যখন তুমি সেই দলে, আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ’

বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেওয়া গেইল আসরটির আগে সর্বশেষ সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন। চার ম্যাচে ১০৬ গড়ে ৪২৪ রান করেছেন। যেখানে ছিল ৩৯টি ছক্কার মার।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ

welcome-ad