ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

খেলা দেখতে মস্কোতে সৌদি প্রিন্স সালমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
খেলা দেখতে মস্কোতে সৌদি প্রিন্স সালমান সৌদি প্রিন্স সালমান বিশ্বকাপের মাসকটের বলে অটোগ্রাফ দিচ্ছেন

নিজ দেশের খেলা দেখতে মস্কো পৌঁছেছেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দেশটিতে যান তিনি।

বৃহস্পতিবার (১৪ জুন ) বাংলাদেশ সময় রাত ৯টায় স্বাগতিক রাশিয়ায় মুখোমুখি হবে প্রিন্স সালমানের দেশ সৌদি আরব।

মস্কোর ‍লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছেন তিনি।

এরপরই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে আরব দেশটি।

বিশ্বকাপে এশিয়ার দেশ সৌদি আরবের সেরা সাফল্য ১৯৯৪ সালের আসরে শেষ ষোলো পর্যন্ত পৌঁছানো। এবার সেই স্বপ্ন নিয়েই মাঠে নামছে মধ্যপ্রাচ্যের ফুটবল পরাশক্তি দেশটি। সেই স্বপ্নের পথে প্রথম বাধা রাশিয়া। গ্রুপ পর্ব পেরোতে রাশিয়াকে হারানোর বিকল্প নেই সৌদি আরবের। কেননা, গ্রুপের বাকি দুই সদস্য মিশর ও উরুগুয়ের শক্তিমত্তা আর সাম্প্রতিক ফর্ম তাদের চেয়ে ঢের বেশি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
জেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ