ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

স্পেনের নতুন কোচ ফার্নান্দো ইয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
স্পেনের নতুন কোচ ফার্নান্দো ইয়েরো ফার্নান্দো ইয়েরো

বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক একদিন আগে বরখাস্ত হওয়া স্পেনের কোচ হুলেন লোপেতেগির স্থলাভিষিক্ত হয়েছেন ফার্নান্দো ইয়েরো। বোল্টন ওয়ান্ডারার্সের সাবেক এই ডিফেন্ডারের অধীনেই রাশিয়া বিশ্বকাপে খেলবেন ইনিয়েস্তারা। 

ফার্নান্দো ইয়েরো স্পেনের জাতীয় ফুটবল দলের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।
বিশ্বকাপের ২৪ ঘণ্টা আগে বরখাস্ত স্পেন কোচ

মঙ্গলবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী কোচ হিসেবে হুলেন লোপেতেগির নাম ঘোষণা করে।

বিশ্বকাপ শেষ হলেই তিনি দায়িত্ব নেবেন বলেও জানায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।  

রিয়ালের সঙ্গে চুক্তির খবরের ঠিক একদিন পর বুধবার (১৩ জুন) লোপেতেগিকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তার শূন্যস্থান পূরণে ফার্নান্দো ইয়েরোর নাম ঘোষণা করা হয়।

ফার্নান্দো ইয়েরো এর আগে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি মালাগা ফুটবল ক্লাবের পরিচালকের দায়িত্বেও ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ